শিরোনাম
নওগাঁয় বিজিবির অভিযানে মদ-ফেনসিডিল উদ্ধার
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৯, ১৪:১৩
নওগাঁয় বিজিবির অভিযানে মদ-ফেনসিডিল উদ্ধার
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবির পৃথক অভিযানে ৩৬ বোতল মদ ও ৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।


পত্নীতলা-১৪ বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাধানগর বিওপির টহল কমান্ডার সালাহ উদ্দিনের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৫৩/১২-আর থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হঠাৎপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৩৬ বোতল ভারতীয় ম্যাগডুয়েল মদ উদ্ধার করতে সক্ষম হয়।


এর আগে বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ পাগলাদেওয়ান বিওপির টহল কমান্ডার নওয়াব আলীর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৭২/৮-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রূপনারায়ণপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।


পত্নীতলা ব্যাটালিয়ন (১৪-বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান, পিবিজিএম, জি+ উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী উদ্ধার মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রেখে পরে জনসম্মুখে ধ্বংস করা হবে।


বিবার্তা/আজাদ/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com