
নাটোরে মাদক মামলায় সেলিম ওরফে সোহাগ (৩৫) নামে এক যুবকের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
সেলিম নাটোর শহরের কানাইখালী এলাকার শেখ গোলাম কিবরিয়ার ছেলে।
আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. মাসুদ হাসান জানান, সেলিম কানাইখালী এলাকায় ফরিদ রেজার একটি তিনতলা ভবনের নিচ তলার বাসায় ভাড়া থাকতেন। ২০১৭ সালের ১ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে তার ওই বাসায় অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবা জব্দ করে সদর থানা পুলিশ।
এ ঘটনায় ওইদিন উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বাদী হয়ে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি ও সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং তথ্য-প্রমাণ শেষে বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে এ রায় দেন বিচারক।
বিবার্তা/সাকলাইন/এরশাদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]