শিরোনাম
ঝালকাঠিতে দুইজনের মৃত্যুদণ্ড
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:২১
ঝালকাঠিতে দুইজনের মৃত্যুদণ্ড
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝালকাঠিতে গৃহবধূ আনোয়ারা হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার এবং যাবজ্জীবনপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানাও করেছেন আদালত।


সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।


মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ঝালকাঠি সদর উপজেলার রাজপাশা গ্রামের শেখ খাইরুল হাসান ওরফে হাসান মহুরি ও পিলটন সরদার।


যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- একই গ্রামের রিপন সরদার, শাহাদাত হোসেন ও আবদুস ছালাম।


জানা গেছে, ২০০২ সালের ১৬ মে রাতে রাজপাশা গ্রামের বাচ্চু খানের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে শেখ খাইরুল হাসানের নেতৃত্বে একদল ব্যক্তি ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বাচ্চু চিৎকার করলে প্রতিবেশী আনোয়ারা বেগম বাইরে বের হয়ে শেখ খাইরুল হাসানকে চিনে ফেলেন।


ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষীকে শেষ করার জন্য দুই দিন পরে ১৮ মে হাসানের নেতৃত্বে ৭-৮ জন ব্যক্তি কৃষক মকবুল হোসেনের ঘরে ঢুকে তার স্ত্রী আনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরের দিন ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করা হয়।


মামলাটির তদন্ত শেষে ২০০৪ সালের ২১ নভেম্বর আদালতে চার্জশিট প্রদান করা হয়। সর্বশেষ সোমবার (২৩ সেপ্টেম্বর) আদালত উক্ত আদেশ দেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com