শিরোনাম
খুলনায় ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে গণধর্ষণের মামলা
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৩
খুলনায় ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে গণধর্ষণের মামলা
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনার জিআরপি থানার সাবেক ওসি উসমান গনি পাঠানসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে গণধর্ষণের মামলা করা হয়েছে।


সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. মহিদুজ্জামান এ মামলা আমলে নিয়ে পিবিআই কে তদন্তের নির্দেশ দিয়েছেন।


ভুক্তভোগী নারীর অভিযোগ, আসার পথে রেলওয়ে পুলিশের সদস্যরা তাকে আটক করেন। এরপর রাতে থানার ওসি উছমান গণি পাঠানসহ পাঁচ পুলিশ সদস্য থানার মধ্যে তাকে ধর্ষণ ও মারধর করেন। পরদিন ৩ আগস্ট তাকে পাঁচ বোতল ফেনসিডিলসহ একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠান।


এর আগে আদালতে ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৭ আগস্ট খুলনা জিআরপি থানার ওসি উছমান গণি পাঠান ও এএসআই নাজমুল হককে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়। মাদক মামলায় গত ২৮ আগস্ট ওই নারী জামিনে মুক্ত হন।


বিবার্তা/রেজাউল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com