
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও সরকারকে উৎখাতের ঘোষণা বেসরকারি টিভি টকশোতে দেয়ার অভিযোগে কৃষক দলের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলার আবেদন দাখিল করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে (কোর্ট নম্বর-৩) মামলার আবেদন জমা দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী।
গত ১৬ সেপ্টেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে এ হুমকি দেন। এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলায় একই অভিযোগে বিএনপি নেতা দুদুর বিরুদ্ধে মামলা হয়েছে।
বিবার্তা/রবি/তুরান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]