শিরোনাম
দিনাজপুরে হিসাব রক্ষণ অফিসে ঘুষের টাকাসহ আটক ২
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৬
দিনাজপুরে হিসাব রক্ষণ অফিসে ঘুষের টাকাসহ আটক ২
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুর জেলা হিসাব রক্ষণ অফিসে ঘুষের ৩০ হাজার টাকাসহ দু’জনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪ টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।


আটককৃতরা হলেন- আনোয়ার পাশা ও মোহাম্মদ ফেরদৌস হোসেন। এসময় তাদের কাছ থেকে ৩০ হাজার টাকা জব্দ করা হয়।


জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার সদরপুর গ্রামের বাসিন্দা ফরহাদ হোসেনের অভিযোগের প্রেক্ষিতে ঘুষের টাকাসহ তাদের আটক করা হয়।


ফরহাদ হোসেন জানান, তার বাবা খলিলুর রহমান দিনাজপুর জেলা তুলা উন্নয়ন বোর্ডে কর্মরত ছিলেন। তিনি ২০১২ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। এরপর ২০১৬ সালে তিনি মারা যান। মারা যাওয়ার সময় তার পেনশনের কিছু টাকা পাওনা ছিলো।


সেই টাকা তুলতে গেলে তুলা উন্নয়ন বোর্ডের ক্যাশিয়ার মো. ফেরদৌস হোসেন ও জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের অডিট কর্মকর্তা আনোয়ার পাশা তাদেরকে টাকা দিতে বলে। ফরহাদ তাদের টাকা না দেয়ায় তারা পেনশনের এক লক্ষ বিশ হাজার টাকা কম দেয়।


এরপর গত এক বছরে আনোয়ার পাশার সঙ্গে যোগাযোগ করেও তার বাবার বকেয়া পেনশনের টাকা তুলতে পারেননি ফরহাদ।


ফরহাদ আরো জানান, মো. ফেরদৌস আলম এবং আনোয়ার পাশা পেনশনের টাকা তুলতে তাদেরকে ৪০ হাজার টাকা দেয়ার বায়না ধরেন।


এরপর গত ১ সেপ্টেম্বর তাদের দুই জনকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা দেয়া হয়। এরপর তারা আরো ৩০ হাজার টাকা দাবি করেন।


এর প্রেক্ষিতে দুদক কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করার পর রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে তাদেরকে ৩০ হাজার টাকা দেয়া হয়। এ সময় সমন্বিত জেলা দুদক অভিযান চালিয়ে তাদেরকে ৩০ হাজার টাকাসহ আটক করে।


দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ জানান, ভুক্তভোগী ফরহাদ হোসেন দুদক কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের সূত্র ধরে এই অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা করেছে দুদুক।


বিবার্তা/শাহ্ আলম/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com