শিরোনাম
সাতক্ষীরায় এখনও কমেনি ডেঙ্গুর প্রভাব
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০০
সাতক্ষীরায় এখনও কমেনি ডেঙ্গুর প্রভাব
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরায় ডেঙ্গুর প্রভাব এখনও কমেনি। প্রতিদিনই এডিস মশার কামড়ে নতুন নতুন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন।


গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় আরো নতুন ১৮জন ডেঙ্গু রোগীর সন্ধান মিলেছে।


এ নিয়ে, সাতক্ষীরায় বুধবার পর্যন্ত মোট ৬৭২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখনও পর্যন্ত ভর্তি রয়েছে ৪৮ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরো ৪৬৭ জন এবং উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে ১৫৭ জনকে।


এদিকে, বাড়ি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েও এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসে করা সম্ভব হচ্ছে না। উদ্যোক্তার পাশাপাশি সাধারণ মানুষের অসচেনতা ও উদাসীনতাকেই দায়ী করছেন সাতক্ষীরার সুশীল সমাজ।


সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান, হাসপাতালে যারা ভর্তি আছেন তারা এখন আশস্কামুক্ত। ডেঙ্গু প্রতিরোধে তিনি এ সময় মশার কামড় থেকে দূরে থাকাসহ মশা যাতে জন্মাতে না পারে সেজন্য বাড়ির আশপাশ পরিষ্কার করা ও পরিত্যক্ত জিনিস পত্র বোতল, নারকেলে খোসা, টায়ারসহ অন্যান্য জিনিস পত্র পরিষ্কার রাখা এবং ঘুমানোর আগে মশারি ব্যবহার করার পরামর্শ দেন।


বিবার্তা/সেলিম/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com