শিরোনাম
সাতক্ষীরায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৪
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩৬
সাতক্ষীরায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৪
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরা জেলা ব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার চারজনসহ ২৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশ।


অভিযানের সময় পুলিশ ৬৭ পিচ ইয়াবা, পাঁচ বোতল ফেনসিডিল ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।


গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে সাত জন, কলারোয়া থানার একজন, তালা থানার তিনজন, কালিগঞ্জ থানার পাঁচ জন, শ্যামনগর থানার চার জন, আশাশুনি থানার দুই জন, পাটকেলঘাটা থানার দুই জনসহ ২৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।


সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।


এছাড়াও বিভিন্ন থানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দুইটি মাদকের মামলা হয়েছে এবং আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/সেলিম/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com