শিরোনাম
বগি লাইনচ্যুত: ঢাকা- ময়মনসিংহে রেল যোগাযোগ বন্ধ
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:২২
বগি লাইনচ্যুত: ঢাকা- ময়মনসিংহে রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহে ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহর থেকে তিন কিলোমিটার দূরে শহরে কেওয়াটখালী এলাকায় এ লাইনচ্যুতের ঘটনা ঘটে।


ময়মনসিংহ রেললাইনের পরীক্ষক প্রকৌশলী আজিজুল হক জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনটি শহর থেকে তিন কিলোমিটার দূরে কেওয়াটখালী এলাকায় পৌঁছায়। এ সময় বিকট শব্দে ট্রেনের একটি বগির লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।


খবর পেয়ে ময়মনসিংহ থেকে উদ্ধরকারী দল ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শুরু করে।


বেলা ১১টা ৫৫ মিনিটে উদ্ধার কাজ শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে জানান রেলের ওই কর্মকর্তা।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com