
পৃথক ঘটনায় সাভার আশুলিয়া ও ঢাকার ধামরাই থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোজিনা বেগম (২৮) নামের এক গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত ওই গার্মেন্টস শ্রমিক সাভারের হেমায়েতপুরের বাগবাড়ি এলাকার কুতুব উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতো। সে একই এলাকার যমুনা গার্মেন্টস অপারেটর পদে কর্মরত ছিলেন। কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করছে পুলিশ।
এদিকে বিকেলে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার একটি বাড়ি থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
এছাড়া সন্ধ্যায় ঢাকার ধামরাইয়ের ছোট চন্দ্রাইল এলাকার চাঁন মিয়ার বাড়ি থেকে মায়া আক্তার শান্তা (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলছে ময়না তদন্তের পরে যানা যাবে এ তিনটি হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় সংশ্রিষ্ট থানায় তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিবার্তা/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]