শিরোনাম
বাঘা যতিনের ১০৪তম মৃত্যুবার্ষিকীতে নাগরিক সমাবেশ
বিপ্লব কোনো অলীক স্বপ্ন নয় : তুরিন আফরোজ
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৭
বিপ্লব কোনো অলীক স্বপ্ন নয় : তুরিন আফরোজ
কুষ্টিয়ায় বাঘা যতিনের ১০৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন ব্যারিস্টার তুরিন আফরোজ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেছেন, বিপ্লব কোনো অলীক স্বপ্ন নয়। এটা সত্য যে তরুণ বিপ্লবীর কাছে বিপ্লব খুব রোমাঞ্চকর একটি ব্যাপার। কিন্তু সময়ের প্রয়োজনে বিপ্লব কখনো কখনো কাঙ্ক্ষিত ব্যবস্থা হয়ে দাঁড়ায়।


স্বাধীনতা সংগ্রামী শহীদ বাঘা যতিনের ১০৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদের জন্মস্থান কুষ্টিয়ার কুমারখালির কয়া গ্রামে কয়া মহাবিদ্যালয়ে আয়োজিত এক নাগরিক সমাবেশে ব্যারিস্টার তুরিন এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আফতাব জর্জ।



কুষ্টিয়ায় বাঘা যতিনের ১০৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশে ব্যারিস্টার তুরিন আফরোজসহ অতিথিরা


ব্যারিস্টার তুরিন আরও বলেন, আজকে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বসবাস করছি। কিন্তু বিপ্লবের প্রয়োজন ফুরিয়ে যায়নি। বিপ্লব করতে হবে দেশপ্রেম জাগ্রত রাখার জন্য, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করার করার জন্য, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ করার জন্য এবং জয় বাংলা স্লোগানের মর্মার্থ ছড়িয়ে দেয়ার জন্য।


সমাবেশে অনদের মধ্যে উপস্থিত ছিলেন- একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, সমাজকর্মী জালাল উদ্দিন খান, নারীনেত্রী মমতাজ বেগম প্রমুখ


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com