শিরোনাম
১১ ছাত্রীর চুল কেটে দেয়া সেই শিক্ষিকা বরখাস্ত
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৬
১১ ছাত্রীর চুল কেটে দেয়া সেই শিক্ষিকা বরখাস্ত
শরীয়তপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ছাত্রীদের চুল কেটে দেয়ার অভিযোগে প্রধান শিক্ষক কাবেরী গোপকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত কাবেরী উপজেলার ২৯-নম্বর ডিএমখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।


বুধবার দুপুরে ঢাকা বিভাগীয় উপপরিচালকের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


জানা গেছে, প্রধান শিক্ষক কাবেরী গোপ দপ্তরিকে দিয়ে পঞ্চম শ্রেণির ১১ ছাত্রীর চুল কেটে দেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। পরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মশিউল আজম হিরক ও মো. গোলাম মোস্তফা মিয়াকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশে দেয়া হয়। গত সোমবার সরেজমিন তদন্তের পর সত্যতা পাওয়ায় মঙ্গলবার জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তার কাছে তারা প্রতিবেদন দাখিল করেন।


ওই দিনই জেলা শিক্ষা কর্মকর্তা বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করে ঢাকা বিভাগীয় উপপরিচালকের কাছে প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক অভিযুক্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com