শিরোনাম
মাদকের সাথে আপস নয়: এসপি লিটন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৬
মাদকের সাথে আপস নয়: এসপি লিটন
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেছেন, সকল অপরাধ দমনে পুলিশকে বেশি সক্রিয় থাকতে হবে। মাদকের সাথে কোনো আপসনয়, পুলিশের কেউ মাদকের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সিংড়ায় জেলা পুলিশের আয়োজনে এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।


সিংড়া থানার ওসি মনিরুল ইসলামের সভাপতিত্বে ও ওসি তদন্ত নেয়ামুল আলমের পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম, সহকারী পুলিশ সুপার জামিল আকতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, জাহেদুল ইসলাম ভোলা, মিনহাজ উদ্দিন, রশিদুল ইসলাম মৃধা, মাহবুবুল আলম, অধ্যক্ষ আব্দুল আওয়াল প্রমুখ।


এ সময় পুলিশ সুপার বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ মোকাবেলায় পুলিশের ভূয়সী ভূমিকা রয়েছে। পুলিশের ব্যর্থতা থাকলে অপরাধ বেড়ে যায়, আস্থার জায়গা তৈরি করতে পুলিশকে কাজ করতে হবে। রেস্ট হাউজ বন্ধ করতে হবে, অবৈধ কোনো কাজ চলতে দেয়া হবে না। জনগণের সাথে পুলিশের ভালো আচরণ করতে হবে। অপরাধ দমনে পুলিশের সাথে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।


বিবার্তা/সাকলাইন/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com