শিরোনাম
ডোমারে অগ্নিকাণ্ডে ৫৬ ঘর পুড়ে ছাই
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:১২
ডোমারে অগ্নিকাণ্ডে ৫৬ ঘর পুড়ে ছাই
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারীর ডোমারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি পরিবারের ৫৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।


রবিবার (৮ সেপ্টেম্বর) উপজেলার হরিণচড়া ইউনিয়নের পশ্চিম হরিণচড়া গ্রামে এ ঘটনা ঘটে।


জানা যায়, রবিবার ভোররাতে এই গ্রামের জিতেন্দ্র নাথ রায়ের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিষেই তা চারিদিকে ছড়িয়ে পড়ে প্রতিবেশী জিতেন, বিশ্বনাথ, গলিরাম, বিমল, সুমন, জগদীশ, লক্ষ্মী, সত্যেনসহ ১৮টি পরিবারের গরু, ছাগল, হাঁস, মুরগী, ধান, চাল নগদ অর্থসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।


ডোমার ও নীলফামারীর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে সবমিলে প্রায় কোটি টাকার সম্পদ ক্ষতিসাধন হয়েছে বলে ধারনা করা হচ্ছে।


হরিণচড়া ইউপির চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, ভোররাতে আগুন লাগে পরদিন সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দ্রুত সহায়তা প্রদান করবে বলে জানান।


১৮টি পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।


বিবার্তা/সুজন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com