শিরোনাম
নাটোরে ট্রেনের চোরাই তেলসহ আটক ৪
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৯
নাটোরে ট্রেনের চোরাই তেলসহ আটক ৪
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের লালপুরের শ্রীরামগাড়ি এলাকা থেকে ট্রেনের ২ হাজার ৬৫০ লিটার চোরাই তেল (ডিজেল) ও ১টি ইজিবাইকসহ চারজনকে আটক করেছে র‌্যাব।


শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার শ্রীরামগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো- নাটোরের লালপুর উপজেলার শ্রীরামগাড়ী এলাকার রইচ উদ্দিনের ছেলে চাঁন মিয়া (৪০), পাবনার ঈশ্বরদীর ফতে মোহাম্মদপুর গ্রামের নুরু শেখের ছেলে বিপুল শেখ(৩০), আ. রহিমের ছেলে মিজাউল ইসলাম (২৮) এবং পাবনার আতাইকুলা থানার মধুপুর গ্রামের মৃত মজিদ মণ্ডলের ছেলে সাহেদুল ইসলাম (১৯)।


র‍্যাব-৫ রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্প জানায়, ক্যাম্পটির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি রাজিবুল আহসানের নেতৃত্বে নাটোরের লালপুরের শ্রীরামগাড়ী এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি দল।


অভিযানকালে ১৩টি ড্রামে রাখা ২ হাজার ৬৫০ লিটার ট্রেনের চোরাই জ্বালানি তেলসহ চারজনকে গ্রেফতার করে র‍্যাব। এ সময় জ্বালানি তেল বিক্রির ৯ হাজার ৮০০ টাকা ও একটি ইজিবাইক জব্দ করা হয়।


বিবার্তা/শুভ/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com