
শতভাগ সংস্কার কার্যক্রম সম্পন্নকারী পোশাক কারখানাগুলোকে দ্রুত সনদপত্র প্রদান করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম।
শনিবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর এলাকার ফ্যাশন ডটকম লিমিটেড কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
শ্রম ও কর্মসংস্থান সচিব বলেন, বাংলাদেশী শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমী তারা কারখানাগুলোতে এখন কাজের মান ভালো করছে। একদিন বাংলাদেশ রেমিটেন্স এ বিশ্বের মধ্যে প্রথম হবে।
পরে শ্রম সচিব আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় অরবিটেক্স ও ডেবুনেয়ার কারখানা পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক অতিরিক্ত সচিব শিবনাথ রায়, উপ মহাপরিদর্শক সেইফটি কামরুল ইসলাম, ঢাকা কার্যালয়ের উপ-মহাপরিদর্শক আহমেদ বেলাল, ফ্যাশন ডট কমের ম্যানেজিং ডিরেক্টর খান মনিরুল আলম, অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স এইচ আর রাকিব, ডিরেক্টর আজম খান, ব্যবস্থাপক প্রশাসন আলমগীর হোসেনসহ আরো অনেকে।
বিবার্তা/শরিফুল/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]