শিরোনাম
কাউখালীতে শিক্ষকের বেত্রাঘাতে ছাত্র আহত
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪২
কাউখালীতে শিক্ষকের বেত্রাঘাতে ছাত্র আহত
কাউখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালী উপজেলা সরকারি বালক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ইয়াছিন হাওলাদার সম্রাটকে (১৫) বেত দিয়ে পিটিয়ে আহত করেছে বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আব্দুল জলিল।


সম্রাট উপজেলার মুক্তারকাঠী গ্রামের প্রবাসী জহিরুল হকের ছেলে। আহত সম্রাটকে কাউখালী হাসপালাতে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।


সম্রাট ও তার পারিবাকির সূত্রে জানা গেছে, শনিবার (৩১ আগস্ট) ক্লাস বিরতির পর জলিল স্যার দশম শ্রেণির ইংরেজি ২য় পত্রের ক্লাস নিতে যায়। তিনি ক্লাসে গিয়ে ছাত্রদেরকে পড়া লিখতে দেন। এসময় সম্রাট লেখা শুরু করলে কিছু সময় পরে তার কলমের কালি শেষ হয়ে যায় এসময় সম্রাট ক্লাসে চুপ করে বসে থাকে।


পরে শিক্ষক পড়া না লেখার কারণ জানতে চাইলে, সে বলে তার কলমের কালি শেষ হয়ে গিয়েছে। এই কথা শুনে শিক্ষক ক্ষিপ্ত হয়ে বেত দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে ৬০ থেকে ৭০টি আঘাত করে। পরে স্কুল ছুটি হলে বাড়িতে গিয়ে তার পরিবারকে বিষয়টি জানালে সম্রাটের মা স্কুলের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দেন।


অভিযুক্ত শিক্ষক আব্দুল জলিল বলেন, সম্রাট ক্লাসের পড়া না লেখায় তাকে বেত দিয়ে ৩/৪টি হালকা আঘাত করা হয়েছে।


এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবর তালুকদার বলেন, বিষয়টি ছাত্রের মায়ের কাছ থেকে শুনেছি। আগামী সোমবার স্কুল খুললে বিষটি নিয়ে উভয় পক্ষের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


কাউখালী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহাদ হোসেন বলেন, সম্রাটের শরীরে অনেকগুলো বেত্রাঘাতের চিহ্ন দেখা গেছে। যার অধিকাংশই খুব জোড়ালো হওয়ায় শরীর কেটে গিয়ে রক্ত জমাট ধরেছে।


বিবার্তা/বশির/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com