শিরোনাম
রাজাপুরে খেলনা বোমায় স্কুলছাত্র আহত
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৯, ১৯:৪৪
রাজাপুরে খেলনা বোমায় স্কুলছাত্র আহত
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝালকাঠির রাজাপুরে নিজের তৈরি খেলনা বোমা ফাটাতে গিয়ে গুরুতর আহত হয়েছে নিলয় সিকদার (১৪) নামের এক কিশোর। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।


আহত নিলয় ওই এলাকার জুয়েল সিকদারের ছেলে ও রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।


স্থানীয়রা জানায়, দুপুরের দিকে বাসার সামনে বন্ধুদের সঙ্গে পুরনো একটি সেলফি স্টিকের (ছবি তোলার লাটি) মধ্যে দিয়াশলাইয়ের বারুদ ও কাঁচের গুড়ো মিলিয়ে বোমা বানিয়েছিল নিলয়। এক পর্যায়ে নিজের বানানো লাঠি বোমাটি দেয়ালের সঙ্গে সজোরে আঘাত করে নিলয়।


এ সময় বিকট শব্দে বোমাটির বিস্ফোরণ হলে গুরুতর আহত হয় ওই স্কুলছাত্র। এতে তার চোখ, মুখ ও শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায়।


চিকিৎসার জন্য ব্যস্ত থাকায় এ বিষয়ে নিলয়ের পরিবারের কোনো সদস্যের বক্তব্য পাওয়া যায়নি।


তবে নিলয়ের বন্ধুদের বরাতে এক প্রতিবেশী বলেন, বাচ্চারা প্রায়ই দিয়াশলাইয়ের কাঠির বারুদ ব্যবহার করে শব্দ তৈরি করতে এ কাজ করে থাকে। তবে নিলয় তাদের থেকে একটু বড় হওয়ায় সে বড় শব্দ তৈরি করতে চেয়েছিল। তাতেই এ দুর্ঘটনা ঘটেছে।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com