শিরোনাম
কেইপিজেডে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রকাশ : ২৬ আগস্ট ২০১৯, ১০:১৯
কেইপিজেডে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম জেলার আনোয়ারা-কর্ণফুলী উপজেলার মাঝামাঝি অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এর রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ‘ব্যাম্বু হাউসে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


আনোয়ারার ফায়ার সার্ভিস স্টেশন ও কেইপিজেডের এজিএম মুশফিকুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।


শনিবার (২৫ আগস্ট) দিবাগত রাত অনুমানিক ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিরাপত্তাকর্মীরা কিছু বুঝে ওঠার আগেই অধিকাংশই পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে।


আনোয়ারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ফায়ার সার্ভিস আসার আগেই ব্যাম্বু হাউসের সম্পূর্ণ অংশ পুড়ে ছাই হয়ে যায় বলে জানান কোরিয়ান কেইপিজেড এর নিরাপত্তাকর্মীরা। এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।


কেইপিজেডের সহকারী ব্যবস্থাপক (এজিএম) মুশফিকুর রহমান ঘটনার সত্যতা জানিয়ে বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ‘ব্যাম্বু হাউসে’ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তবে তদন্ত করে পুরা বিষয়টি জানা যাবে।


তিনি আরো জানান, অনোয়ারা ফায়ার সার্ভিস শেষ মুহূর্তে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে তাদের ব্যাম্বু হাইসের ভেতরে থাকা সাতটি বেডরুম, অনেক দামি দামি ইকুইপমেন্ট ও ফার্নিচার পুড়ে ছাই হয়ে যায়।


বিবার্তা/জাহিদ/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com