
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে জারিফ নামে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ বি এম শামসুজ্জামান সেলিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শিশুটি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গাজীপুরের একটি ক্লিনিকে দুই দিন চিকিৎসাধীন ছিল। শনিবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে শিশুটিকে আমাদের এখানে ভর্তি করা হলে আধাঘণ্টা পরই মারা যায়।
এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার জন ডেঙ্গু রোগী মারা যান। গত ১৯ আগস্ট দুপুর আড়াইটার দিকে মারা যান সেলিম (৩০) নামের এক গাড়ি চালক। তার বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায়।
তার আগে ১১ আগস্ট সকালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জের ইটনা ডিগ্রি কলেজের ছাত্র ফরহাদ (২০) মারা যান। এছাড়া ১৮ আগস্ট রাতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা যান রাসেল (৩৫) ও আনোয়ার (৪৬) নামে দুই রোগী।
বিবার্তা/বাপ্পী/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]