শিরোনাম
বগুড়ায় বাস খাদে পড়ে সেনা সদস্য নিহত
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৯, ১৪:৫৩
বগুড়ায় বাস খাদে পড়ে সেনা সদস্য নিহত
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা ও বগুড়ার সীমান্ত এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আবদুল আজিজ (৪৫) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরো ছয়জন যাত্রী আহত হয়েছেন।


শনিবার (২৪ আগস্ট) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল পুলিশবক্স নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


নিহত আব্দুল আজিজ বান্দরবানে কর্মরত ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি লক্ষ্মীপুর থেকে সৈয়দপুর ক্যান্টনমেন্টে যাচ্ছিলেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-রংপুর মহাসড়কে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সৌখিন ট্রাভেলস নামের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। এ সময় রহবল পুলিশবক্স নামক স্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়।


গোবিন্দগঞ্জ হাইওয়ের ওসি আব্দুল কাদের জিলানী জানান, লক্ষ্মীপুর জেলা থেকে একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। সকালে বাসটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বান্দরবানে কর্মরত সেনা সদস্য সার্জেন্ট আব্দুল আজিজ ঘটনাস্থলেই মারা যান।


তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত বাসটি হাইওয়ে পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com