শিরোনাম
ঠাকুরগাঁওয়ে গাছের সঙ্গে নৈশকোচের ধাক্কা , নিহত ১
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৯, ১১:২০
ঠাকুরগাঁওয়ে গাছের সঙ্গে নৈশকোচের ধাক্কা , নিহত ১
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কে একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন।


শনিবার (২৪ আগস্ট) ভোররাতে ঠাকুরগাঁওয়ে জগন্নাথপুর বি-আখড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহত ব্যক্তির নাম ইউসুফ (৩৮), তার বাড়ি চাঁদপুর জেলায়। তিনি নৈশকোচটির হেলপার ছিলেন বলে যাত্রীরা জানিয়েছেন।


আহত ১৪ জনের মধ্যে ১০ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা যায়।


ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকারগাঁওগামী নৈশকোচ তাজ পরিবহন সদর উপজেলার বি-আখড়া জেলা বনবিভাগ কার্যালয়ের সামনে এসে পৌঁছালে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসটি উল্টে ১৪ জন আহত হন। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর কোচের হেলপার ইউসুফ মারা যান। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পর থেকেই ঠাকুরগাঁও-ঢাকাগামী রাস্তার যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com