শিরোনাম
গ্রেনেড হামলা মামলার রায় খুব শিগগিরই কার্যকর হবে: ত্রাণ প্রতিমন্ত্রী
প্রকাশ : ২২ আগস্ট ২০১৯, ০৯:৩৪
গ্রেনেড হামলা মামলার রায় খুব শিগগিরই কার্যকর হবে: ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় খুব শিগগিরই কার্যকর করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।


সাভারের বলিয়ারপুর কোন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবারএক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।


ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছে বিএনপি এখন পর্যন্ত এ মামলায় যে সব আসামি পলাতক রয়েছে তাদেরকেও খুঁজে বের করে সাজা কার্যকর করা হবে। এ মামলার অন্যতম আসামি তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।


তিনি বলেন, বিএনপি জামায়াতকে আর কখনও ক্ষমতায় আসতে দেয়া হবে না।


আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা দৌলা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যাসহ আরো অনেকে।


বিবার্তা/শরিফুল/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com