শিরোনাম
গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবিতে রংপুরে বিক্ষোভ
প্রকাশ : ২১ আগস্ট ২০১৯, ১৭:৫১
গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবিতে রংপুরে বিক্ষোভ
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

২১ আগস্টের গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রংপুর মহানগর শ্রমিক লীগ।


বুধবার (২১ আগস্ট) দুপুরে নগরীর রিপোটার্স ক্লাব লেনের চাউল আমোদ রোডস্থ শ্রমিক লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে মিলিত হয়।


সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর শ্রমিক লীগ ও রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ, মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি কাউন্সিলর রহমত উল্লাহ বাবলা, সহ-সভাপতি জাকির হোসেন কাঞ্চন, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর সৈয়দ মাহবুব মোর্শেদ শামীম প্রমুখ।


সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ও জামাত জোট একাধিকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছে। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এই ষড়যন্ত্র এদেশের মানুষ রুখে দিয়েছে। বক্তারা অবিলম্বে ২১ আগস্টের অপরাধীদের বিচার শেষ করার দাবি জানান।


এদিকে দিনটি উপলক্ষে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠন নিহতদের স্বরণে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে। এছাড়াও মহানগরীর ৩৩টি ওয়ার্ড ও জেলার আট উপজেলায়ও একই কর্মসূচী পালিত হয়।


বিবার্তা/সোহেল/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com