শিরোনাম
টিকটকের স্টান্ট করতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক
প্রকাশ : ০৪ জুলাই ২০১৯, ১০:৪৬
টিকটকের স্টান্ট করতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

টিকটক অ্যাপের মাধ্যমে তৈরি করা স্টান্ট দেখানোর ভিডিও নিয়ে যুবসমাজের একাংশ মশগুল। এই আসক্তির মাসুল প্রায়শই দিতে হচ্ছে যুব সম্প্রদায়কে। ভিডিও তৈরির সময় অসাবধানতায় ঘটে যাচ্ছে দুর্ঘটনা।


যেমন সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের দুই যুবক দানিশ ও আশিক টিকটক ভিডিও বানাতে জনবহুল ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়েছিল। দানিশকে স্থানীয়রা বাঁচাতে পারলেও ঘটনার পর নিখোঁজ আশিক।


সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় ছোটি গণ্ডক নদীর উপর। ঘটনার পর নিখোঁজ আশিকের খোঁজ চালাচ্ছেন ডুবুরিরা।


দেওরিয়া সিটি পুলিশের এসএইচও রাজেন্দ্র সিংহ বলেছেন, নিখোঁজের দেহ উদ্ধারের জন্য খোঁজ চালাচ্ছে ডুবুরির একটি দল।


সোমবার এই ঘটনা ঘটার পরই ওই ঘাটের কাছে ভিড় জমে যায়। তার পর সেখানে আসে পুলিশ। পুলিশ এসে প্রত্যক্ষদর্শীদের থেকে বয়ান নথিভুক্ত করে। সেখানে উপস্থিত ব্যক্তিরা জানিয়েছেন, ব্রিজ থেকে প্রথমে ঝাঁপ মারে দানিশ। তখন সেটির ভিডিও করছিল আশিক। সঙ্গে এই কাজের জন্য দানিশকে উৎসাহিতও করছিল। এরপরই হঠাৎই ঝাঁপ দেয় সে’ও।


এই পুলিশ অফিসার জানিয়েছেন, দানিশ আদতে হায়দরাবাদের বাসিন্দা। এখানে সে এসেছিল এক আত্মীয়ের বাড়ি। এখানে এসে তার আলাপ হয় অটোচালক আশিকের সঙ্গে। সূত্র: আনন্দবাজার পত্রিকা


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com