শিরোনাম
বর আসতে দেরি করায় নববধূর কাণ্ড!
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৯, ২০:৩৮
বর আসতে দেরি করায় নববধূর কাণ্ড!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিয়ের অনুষ্ঠানে বর আসতে দেরি করায় অন্য এক যুবককে বিয়ে করে ফেলেছেন এক নববধূ। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে এ ঘটনা ঘটেছে।


জানা গেছে, মাসখানেক আগে একটি গণবিবাহ অনুষ্ঠানে ওই পাত্রীকে বিয়ে করেছিলেন একযুবক। কিন্তু তখন শ্বশুরবাড়ি যাননি ওই পাত্রী। ঠিক হয়েছিল সামাজিক অনুষ্ঠান করে বিয়ে করার পরই শ্বশুরবাড়ি যাবেন তিনি।


এর মধ্যে পণ নিয়ে দুই বাড়ির ঝামেলা শুরু হয়। পাত্র পক্ষের দাবি মেটানোর সামর্থ্য মেয়ের বাবার ছিল না। তবুও সামাজিকভাবে আয়োজন করা হয় বিয়ের।


বিয়ের দিন দুপুর ২টার সময় পাত্রের আসার কথা থাকলেও পণ নিয়ে বাকবিতণ্ডায় কেটে যায় বেলা। ফলে বর আসতে দেরি হয়। বরের জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে পাত্রী পাড়ারই এক যুবককে বিয়ে করে ফেলেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com