
নিজেদের টপ ট্রেন্ডিং সার্চ টার্ম তালিকা প্রকাশ করেছে গুগল। গুগল ট্রেন্ডস সাইটে ওই তালিকা প্রকাশ করা হয়েছে।
গুগল ট্রেন্ডস সাইট বলছে, এবারের গুগল টপ ট্রেন্ডিং সার্চে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে সিলেট ও বরিশাল বিভাগ।
সবচেয়ে বেশি সার্চ হওয়া বিষয় বাংলাদেশ বনাম ভারত ম্যাচের ক্ষেত্রে সবচেয়ে বেশি সার্চ ট্রাফিক এসেছে বরিশাল বিভাগ থেকে, ব্যক্তি তালিকার শীর্ষে থাকা সাকিব আল হাসানকে নিয়ে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে সিলেট বিভাগ থেকে।
আর সংবাদ তালিকার শীর্ষে থাকা শিক্ষা বোর্ড ফলবিষয়ক সংবাদে সবচেয়ে বেশি সার্চ ট্রাফিক এসেছে বরিশাল বিভাগ থেকে।
সবচেয়ে বেশি সার্চ হয়েছে যে বিষয়গুলো-
১. বাংলাদেশ বনাম ভারত
২. ক্রিকবাজ লাইভ স্কোর
৩. এসএসসি ফল-২০১৯
৪. আইসিসি ওয়ার্ল্ড কাপ-২০১৯
৫. কোপা আমেরিকা-২০১৯
৬. ৯ অ্যাপস
৭. এইচএসসি ফল-২০১৯
৮. র্যাবিটহোলবিডি
৯. এইচ৫গেইম
১০. ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
সবচেয়ে বেশি সার্চ হয়েছে যে সংবাদগুলো-
১. শিক্ষা বোর্ড ফলাফল
২. ঘূর্ণিঝড় ফণী
৩. ঘূর্ণিঝড় বুলবুল
৪. ডেঙ্গুজ্বরের লক্ষণ
৫. ডিসি জামালপুর
৬. বাবরি মসজিদ
৭. ডাকসু
৮. কাশ্মীর
৯. অ্যামাজন রেইনফরেস্ট
১০. নেইমার ট্রান্সফার
সবচেয়ে বেশি সার্চ হওয়া ব্যক্তি-
১. সাকিব আল হাসান
২. মোহম্মদ নাইম
৩. আফিফ হোসেন
৪. সারা আলি খান
৫. সামজ ভাই
৬. মুশফিকুর রহিম
৭. মোহাম্মদ মিঠুন
৮. কিয়ানু রিভস
৯. আরমান আলিফ
১০. দীপু মনি
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]