
সন্তান না বুঝে পানিতে নেমেছিল। এদিকে পানিতে কিলবিল করছে কুমির। শিকার দেখেই সুযোগ বুঝে টেনে নেয়ার তালে ছিল কুমিরগুলো। কিন্তু মা যে পাশে পাহারায়! বোধহয় টের পায়নি। আর মা যে দরকারে যমের মুখ থেকেও ছিনিয়ে আনতে পারে সন্তানকে, সেকথাও সম্ভবত মাথায় ছিল না যমদূতের।
তাই গুটিগুটি পায়ে এগোতেই সাক্ষাৎ যমের মুখ থেকে সিংহশাবককে ছিনিয়ে আনল মা সিংহ! হোক না সে পশু। তবু আদতে সে তো মা! মায়ের সবসময়েই হয় না তুলনা। তাই সন্তানের জন্য মায়ের এই আকুতি মরণপণ লড়াই ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
পানি দেখে মানুষের বাচ্চার মতোই খুদে সিংহ পা ভেজাতে গিয়েছিল। আচমকা পিছলে পড়ে যায় পানিতে। তলিয়ে যাচ্ছিল সঙ্গে সঙ্গেই। বিপদের গন্ধ পেয়ে ঘাড় কামড়ে তাকে পানি থেকে তুলে নিয়ে আসে সিংহী। সন্তান একজন হোক বা তিনজন---প্রতি সন্তানই যে মায়ের খুব প্রিয়!
বিবার্তা/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]