
সেসরের জন্ম থাইল্যান্ডে। দুই পা ছাড়াই পৃথিবীতে জন্মগ্রহণ করায় শিশু বয়সেই পঙ্গু মেয়েকে রাস্তায় ফেলে দেন নিষ্ঠুর বাবা-মা। এরপর শিশু সেসরের ঠিকানা হয় অনাথ আশ্রমে। সেখান থেকে তাকে জিমি ও মারিয়ান সেসর নামের এক মার্কিন দম্পতি দত্তক নেন। দত্তক নেয়ার পর সেসরকে যুক্তরাষ্ট্রে নিয়ে যান ওই দম্পতি। সন্তানস্নেহে বড় করেন বিকলাঙ্গ এই মেয়েকে।
কিন্তু সেই মেয়েই একদিন বড় হয়ে সুপার মডেল হবে তা কে জানতো! ২৩ বছর বয়সী এই সুপার মডেলের দুই পা না থাকলেও ইচ্ছা আর মনোবলের জোরেই বর্তমানে তিনি সুপার মডেল। প্রতিবন্ধকতাকে জয় করে এরইমধ্যে চমকে দিয়েছেন গোটা বিশ্বকে।
সম্প্রতি দ্যা ইনডিপেন্ডেন্টকে দেয়া এক সাক্ষাৎকারে সেসর জানিয়েছে, শুধু বিজ্ঞাপন থেকেই তার মাসিক আয় ৫০ লাখ টাকা।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]