‘আপনি ছাগলের জন্যও টিকিট কেটেছেন?’
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৫
‘আপনি ছাগলের জন্যও টিকিট কেটেছেন?’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের।


ওই ঘটনার একটি ভিডিও গত বুধবার সকালে এক্স হ্যান্ডলে (সাবেক টুইটারে) পোস্ট করেছেন ভারতের ২০০৯ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা অবণীশ শরণ।


এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সবাই ওই নারীর সততা ও সরলতার প্রশংসা করছেন।


ভিডিওতে দেখা যায়, খেটে খাওয়া শরীরের একজন নারী একটি ছাগল নিয়ে চলন্ত ট্রেনের বগির এক প্রান্তে দাঁড়িয়ে আছেন।


এ সময় ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) ওই নারীর কাছে জানতে চান, তিনি ট্রেনের টিকিট কেটেছেন কি না। এ সময় পাশ থেকে একজন ওই নারীর টিকিট টিটিইর হাতে তুলে দেন।


এ সময় টিটিই টিকিটের বিস্তারিত তথ্যে চোখ বোলান এবং (আশ্চর্য হয়ে) জিজ্ঞেস করেন, ‘আপনি ছাগলের জন্যও টিকিট কেটেছেন?’ জবাবে ওই নারী মন ভোলানো হাসি দিয়ে বললেন, হ্যাঁ, তিনি ছাগলের জন্যও টিকিট কেটেছেন।


ভিডিওর কথোপকথন থেকে বোঝা যায়, ওই নারী বাংলা ভাষাভাষী। তবে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি। অবণীশ শরণের পোস্ট করা ওই ভিডিও এক্স হ্যান্ডলে গতকাল সন্ধ্যা পর্যন্ত সোয়া লাখ মানুষ দেখেছেন।


এ সময়ের মধ্যে ওই পোস্টে লাইক পড়েছে ৪ হাজারের মতো ও পোস্টটি রিপোস্ট করছেন প্রায় ৬০০ ব্যবহারকারী।


একজন এক্স হ্যান্ডল ব্যবহারকারী মন্তব্য করেছেন, ওই নারীর হাসিই সবকিছু বলে দেয়। আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেন, তিনি কতই না সৎ। বাস্তবে জাতি তো এমন মানুষই চায়।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com