বিশ্বের সবচেয়ে দামি স্যান্ডউইচ, দাম ১৭ হাজার টাকা!
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ১০:০৭
বিশ্বের সবচেয়ে দামি স্যান্ডউইচ, দাম ১৭ হাজার টাকা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বের সবচেয়ে দামি স্যান্ডউইচ। নাম ‘গ্রিলড চিজ স্যান্ডউইচ’। দাম ১৭ হাজার টাকা। পৃথিবীর যে কোনও প্রান্তের স্যান্ডউইচের তুলনায় স্বাদে তো একদম আলাদা বটেই, সঙ্গে দামেও অন্যদের ছাপিয়ে গিয়েছে এই স্যান্ডউইচ।


নিউ ইয়র্কের সেরেনডিপিটি রেস্তোরাঁয় পাওয়া যায় বহুমূল্য এই স্যান্ডউইচ। 


এই ‘গ্রিলড চিজ স্যান্ডউইচ’ বানাতে নাকি অনেক সময় লাগে। পেরিগন শ্যাম্পেন পাউরুটির মাঝে মাখনের স্তর। আনুষঙ্গিক অন্যান্য উপকরণের মধ্যে অন্যতম হল দক্ষিণ আফ্রিকার লবস্টার। এটি তৈরি করা সময়সাপেক্ষ, তাই এটি খেতে চাইলে অন্তত ৪৮ ঘণ্টা আগে অর্ডার করতে হবে। কারণ এই স্যান্ডউইচ তৈরির উপকরণগুলি সব সময় রেস্তরাঁয় মজুত রাখা হয় না। অর্ডার এলে বিভিন্ন জায়গা থেকে আনানো হয়।


স্যান্ডউইচে যে চিজ ব্যবহার করা হয়, তা আনা হয় ইতালি থেকে। এক বিশেষ প্রজাতির গরুর দুধ থেকে এই চিজ তৈরি হয়। ওই প্রজাতির গরু বছরে মাত্র দু’মাস দুধ দেয়।


তবে দাম আকাশছোঁয়া হলেও, এই স্যান্ডউইচ খেতে আসেন প্রচুর মানুষ। অন্যান্য দেশেও গ্রিলড চিজ স্যান্ডউইচের জনপ্রিয়তা কম নয়। নিউ ইয়র্কের এই রেস্তরাঁটি এর আগেও সবচেয়ে দামি হ্যামবার্গার, হট ডগ এবং ডেজার্ট বানিয়ে শিরোনামে এসেছিল। শোনা যায়, এই রেস্তরাঁয় নাকি ঢুঁ মারতেন মেরিলিন মনরোও।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com