বিড়ালের বুদ্ধিতে গ্যাস বিস্ফোরণ থেকে রক্ষা!
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩, ০৯:৫৩
বিড়ালের বুদ্ধিতে গ্যাস বিস্ফোরণ থেকে রক্ষা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্রিটেনের সোয়ানসির ঘটনা। একটি বাড়ির গ্যাস লিক করে বিস্ফোরণ হওয়ার উপক্রম হয়েছি। পোষা বিড়ালের বুদ্ধিমত্তায় প্রাণ বাঁচল বাড়ির সদস্যদের।


গ্যাসের গন্ধে ভরে গিয়েছিল বাড়ি। কিন্তু কোথা থেকে গ্যাস নির্গত হচ্ছে, ধরতে পারছিলেন না কেউ। পথ দেখাল পোষা বিড়াল।


কোথা থেকে গ্যাস নির্গত হচ্ছে, খুঁজে বার করল বাড়ির পোষা বিড়াল।


সিন ইভানস নামের এক ইঞ্জিনিয়ার গোটা ঘটনাটি প্রকাশ্যে এনেছেন। সিন জানিয়েছেন, সম্প্রতি এক মহিলা প্রশাসনে যোগাযোগ করেন। জানান, তাঁর বাড়ি গ্যাসের গন্ধে ভরে গিয়েছে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পাঠানো হয় সিনকে। সিন সেখানে গিয়ে দেখেন বাড়িটির মেঝের নিচে রয়েছে গ্যাসের পাইপ।


কিন্তু গ্যাসের গন্ধ পেলেও কোথা থেকে গ্যাস নির্গত হচ্ছে তা বুঝতে পারছিলেন না কিছুতেই। পরীক্ষা করে দেখা যায় গোটা বাড়িতেই প্রচুর পরিমাণে গ্যাস জমে গিয়েছে।


এমন সময়েই লিকের উৎস খুঁজে বার করে বাড়ির পোষা বিড়ালটি। মেঝেতে পাতা কার্পেটের একটি অংশ খামচাতে শুরু করে বিড়ালটি। কার্পেটের একাংশ কামড়াতেও থাকে বিড়ালটি। এর পরই কার্পেটের ওই অংশ পরীক্ষা করা শুরু করেন সিন। মেঝের টাইলস তুলতেই দেখা যায় ঠিক ওই জায়গাতেই গ্যাসের পাইপে রয়েছে ছিদ্র। সেখান থেকেই লিক হচ্ছে গ্যাস। সিন জানিয়েছেন, বাড়িতে এত বিপুল গ্যাস জমে গিয়েছিল যে, আগুনের সামান্য ফুলকিতেও বড়সড় বিস্ফোরণ ঘটে যেতে পারত। এমনকি ওই সময় যদি বাড়ির লোক ঘরে আলো জ্বালানোরও চেষ্টা করতেন, তাতেই ঘটতে পারত দুর্ঘটনা। শেষ পর্যন্ত বড় ধরনের বিপদ এড়ানো গিয়েছে। আর তার জন্য পোষ্যটিকেই বাহবা দিচ্ছেন তিনি।


সূত্র: দ্য মিরর


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com