শিরোনাম
যে কারণে গাছ বিয়ে করলেন ৭০ নারী
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫২
যে কারণে গাছ বিয়ে করলেন ৭০ নারী
সংগৃহীত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আধুনিক বিশ্বের অবকাঠামোগত উন্নয়নের আড়ালে বনাঞ্চল উজাড়ের বিষয়টি খুবই উদ্বেগের। এবার গাছ কেটে বসতি নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে ৭০ জন ব্রিটিশ নারী এক অভিনব প্রতিবাদ জানালেন। তারা বৃক্ষ নিধন ঠেকাতে বিয়ে করেছেন ব্রিস্টলের ঐতিহ্যবাহী কিছু গাছকে। খবর বিবিসির।


ব্রিস্টল কাউন্সিল কর্তৃপক্ষ গাছ কেটে ফেলবে শুনে তাদের এই প্রতিবাদ। জানা গেছে, ১৬টি অ্যাপার্টমেন্ট নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে ব্রিস্টলের কাউন্সিল কর্তৃপক্ষ। তাদের এ পরিকল্পনা বাস্তবায়নে বেশকিছু গাছ কাটতে হবে। এর প্রতিবাদেই প্রতীকী বিয়ের আয়োজন করেন স্থানীয় পরিবেশকর্মীরা।


প্রসঙ্গত, ওই ৭০ জন নারী ঐতিহ্যবাহী বিয়ের পোশাকে কনে সেজে ৭০টি গাছকে বিয়ে করেন। তারা জানিয়েছেন, এখানকার কাউন্সিল ফ্ল্যাট বানাতে প্রায় ৭০ টার বেশি গাছ কাটার সিন্ধান্ত নিয়েছে। পরিবেশ রক্ষায় আমাদের সহযোদ্ধারা এর বিপক্ষে অবস্থান জানাতে এই প্রতীকী বিয়ের আয়োজন করেছেন।


বিবার্তা/বিদ্যুৎ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com