শিরোনাম
২৪ পরগনায় বাঘের আতঙ্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২১, ১৪:৩১
২৪ পরগনায় বাঘের আতঙ্ক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত পাঁচ দিন ধরে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে লোকালয়ে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রথমে কুলতলির ৫ নম্বর গোপালকাটা গ্রামে বাঘ ঢুকে পড়ে। পরে সেই বাঘ ডোঙাজোড়া গ্রাম লাগোয়া পিয়ালি নদীর চরের ম্যানগ্রোভের জঙ্গলে আশ্রয় নিয়েছে।


এরই মধ্যে দুই জনকে জখম করেছে বাঘ। গত তিনদিন ধরে বাঘ ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে বন অধিদফতর। বারবার খাঁচা পাতা হলেও ধরা দেয়নি বাঘ। তাই সোমবার (২৭ ডিসেম্বর) বাঘকে ঘুম পাড়ানি গুলি করে ধরার চেষ্টা চালানো হচ্ছে।


যে এলাকায় বাঘ রয়েছে সেটিকে ঘিরে রাখা হয়েছে। রবিবার রাতেও রাত পাহারা দিয়েছেন বনকর্মী, পুলিশ ও গ্রামবাসীরা। রবিবারও দুটি খাঁচা পাতা হয়েছিলো ছাগলের টোপ দিয়ে। কিন্তু তাতে ধরা দেয়নি বাঘ। তবে বেশ কয়েকবার নাইলনের জাল ছিঁড়ে বাইরে বেরোনোর চেষ্টা করেছে বাঘ।


সোমবার সকাল থেকে তাই বাঘ ধরতে একদিকে যেমন ঘুম পাড়ানি গুলির ব্যবস্থা করা হচ্ছে, তেমনি অন্যদিকে নাইলনের জাল দিয়ে ঘেরা অংশ ছোট করা হচ্ছে। যাতে সহজেই বাঘের কাছে পৌঁছানো যায়। জঙ্গলের একাধিক জায়গায় মাচা বাঁধা হয়েছে। সেই মাচা দিয়েই ঘুম পাড়ানি গুলি ছোড়া হবে।


বিবার্তা/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com