
‘ভোর সাড়ে ৬টা। এখনো বিয়ের অনুষ্ঠান বাকি। ঘুমিয়েই পড়লেন কনে!’
বিয়ের আসরে কনের ঘুমিয়ে পড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে কথাগুলো।
ভাইরাল ভিডিওটি ভারতের। কনেরই এক বন্ধু তার অগোচরে ভিডিওটি ধারণ করেছেন।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দু বিয়ের রীতিনীতি পালনে যে দীর্ঘ সময় ব্যয় হয় এবং তাতে ক্লান্তি আসাটা যে স্বাভাবিক, এই দৃশ্যের মধ্যে দিয়ে সেটাই তুলে ধরতে চেয়েছেন তিনি।
রাতভর বিয়ের আচার-অনুষ্ঠান, রীতিনীতি পালন করতে গিয়ে ক্লান্ত শরীরে যেনো একটু আরাম খুঁজছিলেন ওই তরুণী। কিন্তু আচার-অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত রেহাই নেই। তাই বিয়ের আসনে বসেই তাই ঝিমোতে দেখা গেল কনেকে।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা বলেছেন, ‘অসাধারণ একটি দৃশ্য দেখলাম।’ কেউ আবার কনের উদ্দেশে লিখেছেন, ‘দারুণ লাগছে।’
বিবার্তা/ইমরান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]