শিরোনাম
ঘোল মাছ রাতারাতি বদলে দিলো ৮ জেলের জীবন!
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৮
ঘোল মাছ রাতারাতি বদলে দিলো ৮ জেলের জীবন!
ফাইল ছবি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়েছিলেন কয়েকজন জেলে। বিভিন্ন মাছের পাশাপাশি তারা পেয়েছিলেন ১৫৭টি ঘোল মাছ। আর এই মাছই বদলে দিয়েছে তাদের জীবন। মাছগুলো বিক্রি হয়েছে ১ কোটি ৩৩ লাখ টাকায়।


আনন্দবাজার জানিয়েছে, ২৮ আগস্ট ভারতের মহারাষ্ট্রের পালঘরের আটজন জন জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। তাদের জালে ধরা পড়ে দুর্লভ এই মাছ। এরপর পালঘরের মুরবে এলাকায় নিলামে তোলা হয় ওই মাছগুলো। সেখানেই উত্তরপ্রদেশ এবং বিহারের ব্যবসায়ীরা কিনেছেন এই মাছ।


ঘোল মাছ ‘সি গোল্ড’ নামেও পরিচিত। এর বিজ্ঞানসম্মত নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’। এই মাছের প্রত্যেকটি অংশ ওষুধ এবং প্রসাধন তৈরির কাজে ব্যবহত হয়। ওষুধ, প্রসাধন, দেহের সঙ্গে মিশে যাওয়া সেলাইয়ের সুতোসহ বিভিন্ন জিনিস তৈরিতে ব্যবহার করা হয় এই মাছ।


হংকং, মালয়েশিয়া, তাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, জাপানে এই মাছের বিপুল চাহিদা রয়েছে। কিন্তু দূষণের জন্য অনেক কমেছে ঘোল মাছ।


বিবার্তা/বিদ্যুৎ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com