শিরোনাম
১০ মণ ওজনের শাপলাপাতা মাছ
প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ২১:০৪
১০ মণ ওজনের শাপলাপাতা মাছ
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

১০ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ ধরা পড়েছে বাগেরহাটে। মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে বাগেরহাট শহরের কেবি বাজারে জেলেরা মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জেলেরা। পরে ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি হয়।


বিশালাকৃতির মাছটি দেখতে মৎস্য বাজারে ভিড় জমান উৎসুক জনতা। পরে কেবি বাজারের অনুপ কুমার বিশ্বাসের আড়তে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়।


মাছ ব্যবসায়ী জাফর ও জাকির সরদার ৪৮ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী মাজার মোড় সংলগ্ন হাটে ৩৫০ টাকা কেজি দরে তারা মাছটি কেটে বিক্রি করা শুরু করেন।


পাঁচদিন আগে সুন্দরবন সংলগ্ন বঙ্গপসাগরে জেলেদের জালে বিশালাকৃতির এই মাছটি ধরা পড়ে।


মাজার মোড় সংলগ্ন বাজারে আসা কেরামত আলী বলেন, মাইকে ১০ মণ ওজনের মাছ বিক্রির কথা শুনলাম। বাজারে এসে দুই কেজি কিনলাম। তবে পুরো মাছটি দেখতে পারিনি।


আড়তের মালিক অনুপ কুমার বিশ্বাস বলেন, পাথরঘাটার মাছ ব্যবসায়ী মাসুম কোম্পানির জেলেদের জালে মাছটি ধরা পড়ে। সকালে আমার আড়তে ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি হয়। এতো বড় মাছ খুব কম পাওয়া যায়।


মাছ ব্যবসায়ী জাকির বলেন, শাপলাপাতা মাছ খেতে খুবই সুস্বাদু। সাধারণত এক থেকে তিন মণ ওজনের মাছ প্রায়ই পাওয়া যায়। যেগুলো খুচরা বাজারে ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে আমরা বিক্রি করি। এটি যেহেতু অনেক বড় তাই ৩৫০ টাকা কেজি দরে বিক্রি করছি। আসা করি বিকেল নাগাদ সব মাছ বিক্রি হয়ে যাবে।


বিবার্তা/আরকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com