
মদের দোকানে ঢুকে হাতে মদের বোতল তুলে নিলো এক বানর। আর পাঁচ জন মদ্যপের মতো বোতলটি খুলে দিব্যি শুরু করলো মদ্যপান। ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে সুরাপ্রেমী বাঁদরের এই ভিডিও। ঘটনা ভারতের রাজ্য মধ্যপ্রদেশের মন্ডলা জেলার।
ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, মদের দোকানে ঢুকে নির্দিষ্ট জায়গা থেকে একটি মদের বোতল তুলে নেয় বানরটি। এরপর বোতলের ছিপি নিজেই দাঁত দিয়ে খুলে শুরু করে মদপান।
ধীরে ধীরে আয়েশ করে ওই বানরের মদ্যপানের দৃশ্য ছিলো দেখার মতো! মদের দোকানের মালিক তাকে একটি বিস্কুট এগিয়ে দেন। কিন্তু সে দিকে ভ্রূক্ষেপ না করে মদের বোতলেই মজে থাকে বানরটি।
এদিকে বানরের এই কাণ্ড দেখে দোকানের বাইরে উপস্থিত অনেকেই ঘটনাটির ভিডিও ধারণ করেন। তাদেরই একজন জানান, সম্প্রতি ওই দোকানের বাইরে কয়েক ফোঁটা মদ মাটিতে পড়ে ছিল। বানরটি তা চেটে খায়। তার পর থেকে প্রতি দিনই নাকি সে দোকানের কাছে ঘুরঘুর করতো। কিছুতেই তাড়ানো যেতো না তাকে। তারপরই ঘটে এই ঘটনা।
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]