
বেঁচে থাকার লড়াই বোধ হয় একেই বলে। ভাল্লুক মৃত প্রাণী খায় না। কথায় আছে হত্যা করে তারপর তাকে টেনে নিয়ে নিজের ডেরায় গিয়ে খায়। কিন্তু, নেকড়ে তা করে না। মৃত প্রাণী থেকেই নিজের খিদে মেটায়।
সম্প্রতি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার শেঠ রয়্যাল ক্রফট একটি মুহূর্ত সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে মৃত হরিণকে দখল করতে নেকড়ে আর ভাল্লুকের হাড্ডাহাড্ডি লড়াই। যাকে বলে বন্য লড়াই।
হরিণের দেহে তখনও প্রাণ রয়েছে। ভাল্লুক তাকে আগলে রেখেছে। ওটা তার শিকার। কিন্তু, নেকড়ে লোভ সামলাতে পারছে না। ভিডিওতে স্পষ্ট সেও তার মধ্যাহ্ন ভোজনে চায় হরিণের মাংস। এরপরই শুরু হয় গর্জন। তারপর লড়াই।-সূত্র : জিনিউজ।
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]