শিরোনাম
সাড়ে চার লাখে বিক্রি হলো হাতির আঁকা ছবি!
প্রকাশ : ০৮ জুলাই ২০২১, ১৮:৫৮
সাড়ে চার লাখে বিক্রি হলো হাতির আঁকা ছবি!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

হাতিকে বলা হয় বুদ্ধিমান প্রাণী। থাইল্যান্ডে রয়েছে ৭০ হাজারেও বেশি হাতি। এসব হাতি বিভিন্ন কসরৎ দেখিয়ে পর্যটকদের মুগ্ধ করে।


সম্প্রতি সেখানকার একটি হাতির শুঁড়ের সাহায্যে ছবি আঁকার দৃশ্য ভাইরাল হয়েছে। এমনকি প্রশিক্ষকের সাহায্য নিয়ে হাতির আঁকা একটি ছবি বাংলাদেশি মুদ্রায় সাড়ে চার লাখ টাকারও বেশি দামে বিক্রি হয়েছে!


ওই ভিডিওতে দেখা গেছে, শুঁড়ের সাহায্যে রংতুলি দিয়ে ক্যানভাসে ছবি আঁকছে হাতি। পাশেই দাঁড়িয়ে আছেন হাতিটির প্রশিক্ষক। তিনিই তুলিতে রং মাখিয়ে দিচ্ছেন। আর হাতিটি শুঁড়ের সাহায্যে ওই তুলিটি শক্ত করে ধরে ক্যানভাসের উপর এঁকে যাচ্ছে। নেটমাধ্যমে এই দৃশ্য মুগ্ধ করেছে নেটিজেনদের। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।


নিউইয়র্কভিত্তিক সংবাদ মাধ্যম নাওদিস বুধবার হাতির ছবি আঁকার ভিডিও প্রকাশ করে। থানওয়া নামে ওই হাতিটির বয়স ৯ বছর।


থাইল্যান্ডের মেইট্যাঙ হাতি সংরক্ষণশালার রক্ষণাবেক্ষণের জন্য অর্থ সংগ্রহ চলছে অনলাইনে। সেখানে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়। সেখানেই থানওয়া ছবি প্রদর্শিত হয়েছে।


বিবার্তা/ইমরান/আরকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com