শিরোনাম
বাংলাদেশে গুগল সার্চে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে যাদের
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৯, ১৪:০১
বাংলাদেশে গুগল সার্চে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে যাদের
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশে চলতি বছরে গুগলসার্চে দেশ-বিদেশের কোন তারকাদের সবচে বেশি খোঁজা হয়েছে, সেই তালিকা প্রকাশ করেছে গুগল ট্রেন্ডস। ২০১৯ সালে বাংলাদেশের সার্চ ট্রেন্ড বা সবচেয়ে জনপ্রিয় সার্চের এই তালিকা ‘সার্চেস’, ‘পিপল’ ও ‘নিউজ’—এই তিনটি ক্যাটাগরিতে প্রকাশ করা হয়েছে।


‘পিপল’ ক্যাটাগরিতে দেখা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানকে।


২০১৯ সালে বাংলাদেশ থেকে যে ১০ জনকে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে:


১. সাকিব আল হাসান


২. মো. নাঈম


৩. আফিফ হোসেন


৪. সারা আলী খান


৫. সামজ ভাই


৬. মুশফিকুর রহিম


৭. মোহাম্মদ মিথুন


৮. কেয়ানু রিভস


৯. আরমান আলিফ


১০. ডা. দীপু মনি


‘নিউজ’ ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে সার্চ করা শীর্ষ ১০টি খবর হচ্ছে-


১. এডুকেশন বোর্ড রেজাল্ট


২. সাইক্লোন ফণী


৩. সাইক্লোন বুলবুল


৪. ডেঙ্গু জ্বরের লক্ষণ


৫. ডিসি জামালপুর


৬. বাবরি মসজিদ


৭. ডাকসু


৮. কাশ্মীর


৯. অ্যামাজন রেইনফরেস্ট


১০. নেইমার ট্রান্সফার


২০১৯ সালে গুগলে বাংলাদেশ থেকে সার্চ করা শীর্ষ ১০টি বিষয় হচ্ছে-


১. বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া


২. ক্রিকবাজ লাইভ স্কোর


৩. এসএসসি রেজাল্ট ২০১৯


৪. আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৯


৫. কোপা আমেরিকা ২০১৯


৬. ৯ অ্যাপস


৭. এইচএসসি রেজাল্ট ২০১৯


৮. র‌্যাবিটহোলবিডি


৯. এইচ৫গেমস


১০. ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com