শিরোনাম
পিছিয়ে পড়েও ম্যানসিটির জয়
প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৭, ০১:১৬
পিছিয়ে পড়েও ম্যানসিটির জয়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিজেদের ভুলের কারণে হাডার্সফিল্ড টাউনের মাঠে প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দুই গোল করে জয়ের ধারা ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি।


রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে নবাগত দলটিকে ২-১ গোলে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার দল। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ১৮ ম্যাচ জিতলো ম্যানসিটি।


প্রথমার্ধে ৭৭ শতাংশ সময় বল দখলে রেখে একের পর এক আক্রমণ করে যাওয়া সিটি বিরতির আগে মোট ছয়টি কর্নার পায়, গোলের লক্ষ্যে নেয় আটটি শট। কিন্তু সাফল্যের দেখা মেলেনি।


অন্যদিকে, এই অর্ধের যোগ করা সময়ে পাওয়া স্বাগতিকদের প্রথম কর্নার কর্নারের বিনিময়ে ফেরান ভিনসেন্ট কোম্পানি। আর টম ইন্সের ফিরতি কর্নারে বল নিকোলাস ওতামেন্দির কাঁধে লেগে জালে জড়ায়।


দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে আগুয়েরোর সফল স্পট কিকে সমতায় ফেরে সিটি। ডি-বক্সে রাহিম স্টার্লিং ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।


এবারের লিগে আগুয়েরোর এটি নবম গোল আর সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ গোল।


৫৫তম মিনিটে এগিয়ে যেতে পারতো অতিথিরা; কিন্তু জার্মান মিডফিল্ডার লেরয় সানের জোরালো শট ভাগ্যের ফেরে লাগে পোস্টে। আক্রমণের ধার আরও বাড়াতে ৮০তম মিনিটে ডিফেন্ডার কোম্পানিকে বসিয়ে গাব্রিয়েল জেসুসকে মাঠে নামান কোচ।


এর চার মিনিট পর জয়সূচক গোলটি করেন স্টার্লিং। জেসুসের শট গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি বল ছুটে আসা ইংলিশ মিডফিল্ডার স্টার্লিংয়ের পায়ে লেগে জালে জড়ায়।


১৩ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। নয় জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চেলসি।


বিবার্তা/সোহাগ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com