শিরোনাম
কুমিল্লার বিপক্ষে মাঠে নামছেন মোস্তাফিজ
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৭, ১৭:২০
কুমিল্লার বিপক্ষে মাঠে নামছেন মোস্তাফিজ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চোটের কারণে বিপিএলের সিলেট ও ঢাকা পর্বে মাঠে নাম হয়নি পেসার মোস্তাফিজুর রহমানের। তবে রাজশাহী কিংসের সমর্থকদের জন্য সুখবর হচ্ছে, চোট কাটিয়ে সম্পূর্ণ প্রস্তুত বাঁহাতি এই পেসার। কোনো সমস্যা ছাড়াই বল করছেন পূর্ণ গতিতে। তাই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে এবারের বিপিএলে প্রথমবারের মতো মাঠে নামতে এই তরুণ তুর্কি।


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুশীলন থেকে ফেরার সময় মোস্তাফিজ নিজেই জানালেন, ‘ক্রিকেটে ফিরতে তিনি প্রস্তুত। কোনো সমস্যা নেই। সব কিছু ঠিকঠাক।’


বোলিংয়ে একদমই সমস্যা অনুভব করেননি ফিজ। অনুশীলনের সময় নেটে পূর্ণ গতিতে বোলিং করেন ৫ ওভার। দুই সপ্তাহের বেশি সময় ধরে তার সঙ্গে কাজ করা রাজশাহীর ফিজিও বায়েজিদুল ইসলাম খান আশাবাদী, কুমিল্লার বিপক্ষে ম্যাচ দিয়ে বল হাতে দেখা যাবে মোস্তাফিজকে।


‘ফিজিওর দৃষ্টিকোণ থেকে আমি আত্মবিশ্বাসী। সহায়তা যতটুকু দিতে হয় সবটুকু দিয়েছি, আমরা যতগুলো পরীক্ষা করি তার সবগুলোতেই ও উতরে গেছে। আর শারীরিক দিক থেকে ওর কোনো অভিযোগ নাই। আমরা বুঝতে পারছি ও মোটামুটি ঠিক আছে।’


দক্ষিণ আফ্রিকায় কিম্বার্লিতে ১৪ অক্টোবর ওয়ার্মআপে ফুটবল খেলার সময় অ্যাঙ্কেলে চোট পান সাতক্ষিরার এই পেসার। এরপর থেকে চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। বিপিএলের সিলেট অংশ শেষে বাঁহাতি পেসারকে দলে পেয়েছে রাজশাহী। বায়েজিদ জানান, মোস্তাফিজের খেলার ব্যাপারে এখন সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।


‘দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর থেকে আমরা ফিজকে দেখছি। ৮ তারিখের পর থেকে আমরা ওকে রাজশাহীর দলের সঙ্গে রেখেছি। আমরা ওর পুনর্বাসনের পুরো কাজটা শেষ করেছি। আজ (বৃহস্পতিবার) নিয়ে চার সেশন ধরে ও কোনো অভিযোগ ছাড়াই পূর্ণ গতিতে বল করছে। বৃহস্পতিবার রানিং, ফিল্ডিংসহ সব পুরোপুরি করেছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। দেখা যাক… বাকিটা এখন টিম ম্যানেজমেন্ট ঠিক করবে।’


প্রসঙ্গত, চোটের জন্য গতবার বিপিএলে মাঠেই নামা হয়নি মোস্তাফিজের। তার আগের বছর ঢাকা ডায়নামাইটসের হয়ে ১০ ম্যাচ খেলে নিয়েছিলেন ১৪ উইকেট।


বিবার্তা/সোহাগ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com