শিরোনাম
মুক্তামণিকে দেখতে ঢামেকে মুশফিক
প্রকাশ : ২২ জুলাই ২০১৭, ১৬:৩১
মুক্তামণিকে দেখতে ঢামেকে মুশফিক
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিরল চর্মরোগে আক্রান্ত ১২ বছর বয়সী মুক্তামণিকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গেছেন ক্রিকেটার মুশফিকুর রহিম। শনিবার বেলা দেড়টার দিকে শয্যাপাশে তাকে দেখে বেশ খুশি হয় মুক্তামণি।

 

মাথায় হাত বুলিয়ে বার্ন ইউনিটে ভর্তি মুক্তামণিকে সাহস দেন বাংলাদেশ ক্রিকেট দলের এই টেস্ট অধিনায়ক। তিনি বলেন, ‘চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে উঠবে। সবাই তোমার পাশে আছে, দোয়া করছে।’

 

এসময় সেখানে উপস্থিত ছিলেন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন। মুশফিক তাকে বলেন, তিনি (মুশফিক) এ ধরনের রোগীদের পাশে থাকতে চান। কিন্তু সব সময় সুযোগ হয় না। তাই কখনো কখনো লোকমারফত খোঁজখবর নেন, সহায়তা দেয়ার চেষ্টা করেন।

 

সাতক্ষীরার কামারবাইশালের মুদি দোকানি ইব্রাহিম হোসেনের মেয়ে মুক্তামণি বিরল এক রোগে আক্রান্ত। জন্মের দেড় বছর পর থেকে তার ডান হাতে প্রথমে টিউমারের মতো হয়। ছয় বছর বয়সে ডান হাতটি ফুলে অনেকটা কোলবালিশের মতো হয়ে যায়। বিছানাবন্দী হয়ে পড়ে মুক্তামণি। হাতে পুঁজ জমে থাকায় সবসময় দুর্গন্ধ বের হতো।

 

মুক্তামণির রোগ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ব্যাপক আলোচনা চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ১১ জুলাই মুক্তামণিকে ভর্তি করা হয় বার্ন ইউনিটে। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নেন। চিকিৎসকরা আশাবাদী, মুক্তামণি সুস্থ হয়ে যাবে।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com