শিরোনাম
কার জায়গায় খেলবে নাসির, প্রশ্ন পাপনের
প্রকাশ : ২৮ মে ২০১৭, ১৬:৪০
কার জায়গায় খেলবে নাসির, প্রশ্ন পাপনের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিগত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ ক্রিকেট দল। জাতীয় দলে বর্তমানে প্রতিভার এমন ছড়াছড়ি যে নাসির হোসেনের মতন পরীক্ষিত ক্রিকেটাররাও দলে জায়গা পাচ্ছেন না। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন শুধু নাসির হোসেন নয়, দলে জায়গা পাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও সুযোগ মিলছেনা আরও অনেক প্রতিভাবান ক্রিকেটারদের।


পাপন বলেন, ‘লিটন দাস, ইমরুল কায়েস, এনামুল হক সবাই ভাল করছে। কিন্তু সুযোগ পাচ্ছে না। রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়মিত ভাল খেলে দলে জায়গা ধরে রাখতে হচ্ছে। ওর জায়গায় খেলতে কমপক্ষে চারজন খেলোয়াড় প্রস্তুত। নাসিরের মতো খেলোয়াড়ের দলে সুযোগ পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। সে কার জায়গায় খেলবে? মিরাজ বাংলাদেশের সেরা অফস্পিনার, সুযোগ পাচ্ছে না সে-ও।’


বিসিবি সভাপতি আরও বলেন, ‘বর্তমানে দলের প্রতিটি জায়গায় প্রতিদ্বন্দ্বিতা, পাইপলাইনে এখন অনেক খেলোয়াড়। নতুন ছেলেরা এসে পুরোনোদের সঙ্গে সমানতালে ভালো খেলছে, এটাই হচ্ছে আসল কারণ (সাফল্যের)।’


উল্লেখ্য, গত বছরের অক্টোবরে দেশের মাটিতে ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে মাঠে দেখা যায় নাসির হোসেনকে। তার দীর্ঘ সাত মাস পর সম্প্রতি আবারও ডাক পান জাতীয় দলে। তবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে শেষ ম্যাচে সুযোগ পান নাসির। ব্যাট হাতে সুযোগ না পেলেও বল হাতে নিয়েছেন দুই উইকেট।


সিরিজ শেষেই দেশে ফিরে যথারীতি আবারও নেমে পড়েছেন ঢাকা প্রিমিয়ার লিগের মাঠের লড়াইয়ে। শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন নাসির। ১১৩ বলে ১৩৪ রান করার পর ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন এই অলরাউন্ডার। এর মধ্যে ৭টি চার ও ৬টি ছক্কা।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com