শিরোনাম
তামিমের পর সাব্বিরও ফিফটি তুলে নিলেন
প্রকাশ : ২৪ মে ২০১৭, ২১:৪৬
তামিমের পর সাব্বিরও ফিফটি তুলে নিলেন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ড্যাশিং ওপেনার তামিম ইকবালের পর এবার অর্ধশতক তুলে নিলেন টাইগার দলের আরেক মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান। ৫৬ রানে এখনও ক্রিজে রয়েছেন তিনি। তার এই ইনিংসে ৮ চারের মার রয়েছে।


নিউজিল্যান্ডের দেয়া ২৭১ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৪ ওভার ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩০ রান। সাব্বির রহমানের সঙ্গী হিসেবে রয়েছেন ৬১ রান করা তামিম।


এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।


দলের পক্ষে মাশরাফি, সাকিব ও নাসির দুইটি করে উইকেট নেন। মোস্তাফিজ ও রুবেল একটি করে উইকেট নেন।


আউট হয়েছেন- টম ল্যাথাম (৮৪), লুক রনকি (২), নেইল ব্রুম (৬৩), কলিন মুনরো (১), কোরি অ্যান্ডারসন (২৪), ম্যাট হেনরি (৫), জিমি নিশাম (৬), মিচেল স্যান্টনার (০),


জিতান প্যাটেল ৭ ও রস টেইলর ৬০ রান করে অপরাজিত থাকেন।


এর আগে, শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় ম্যাচটি শুরু হয়েছে। আয়ারল্যান্ডের ডাবলিন থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি, বিটিভি ও মাছরাঙা টেলিভিশন।


বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে অভিষিক্ত হওয়া সানজামুল ইসলামের পরিবর্তে সুযোগ পেলেন নাসির হোসেন। ২০১৬ সালের ১২ অক্টোবর শেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছিলেন নাসির।


বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।


নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), লুক রনকি, রস টেলর, নেইল ব্রুম, কলিন মুনরো, কোরি অ্যান্ডারসন, ম্যাট হেনরি, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, হামিশ বেনেট ও জিতান প্যাটেল।


বিবার্তা/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com