শিরোনাম
আইরিশ শিবিরে মোস্তাফিজ-মোসাদ্দেক-সাকিবের হানা
প্রকাশ : ১৯ মে ২০১৭, ১৭:০৯
আইরিশ শিবিরে মোস্তাফিজ-মোসাদ্দেক-সাকিবের হানা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২২ ওভারে ৩ উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ ৯১ রান। প্রথম উইকেটটি নিয়েছেন টাইগার পেসার মোস্তাফিজ। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার পল স্টারলিংকের উইকেট তুলে নেন তিনি। এরপর উইলিয়াম পোর্টারফিল্ডকে নিজের শিকারে পরিণত করেন মোসাদ্দেক হোসেন সৈকত। আউট হবার আগে পোর্টারফিল্ড ২২ রান করেন। আইরিশদের তৃতীয় উইকেটটি তুলে নেন সাকিব আল হাসান। আইরিশ ব্যাটসম্যান অ্যান্ডি বালবির্নিকে বোল্ড করেন সাকিব। আউট হবার আগে তিনি ১২ রান করেন।


শুক্রবার বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় ম্যাচটি শুরু হয়। ডাবলিন থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছেগাজী টিভি ও বিটিভি।


টুর্নামেন্টে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। যদিও টাইগারদের প্রথম ম্যাচটি বৃষ্টি কারণে ভেস্তে যায়। কিন্তু দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লজ্জার হার। টাইগারদের মতো স্বাগতিকদের একই অবস্থা।


আজ একাদশ থেকে বাদ পড়েছেন মেহিদী হাসান মিরাজ। গত ম্যাচে উইকেটশূন্য ছিলেন এই তরুণ অলরাউন্ডার। তার জায়গায় অভিষেক হচ্ছে সানজামুল ইসলামের। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬৪ ম্যাচে ৮০ উইকেট নিয়েছেন ২৭ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার।


বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, সানজামুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।


আয়ারল্যান্ড একাদশ: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, নায়াল ওব্রায়েন (উইকেটরক্ষক), অ্যান্ডি বালবির্নি, কেভিন ওব্রায়েন, গ্যারি উইলসন, এড জয়েস, জর্জ ডকরেল, ব্যারি ম্যাককার্থি, টিম মুরতাগ, পিটার চেজ।


বিবার্তা/নাজিম


>আইরিশ শিবিরে মোস্তাফিজ-মোসাদ্দেকের হানা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com