
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের পর্দা উঠবে আগামী ১১ এপ্রিল। পিএসএলের এবারের আসরে বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা ভিন্ন ভিন্ন দলের হয়ে মাঠ মাতাবেন।
এই টুর্নামেন্টে অংশ নিতে সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় রিশাদ হোসেন পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আর মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পিএসএল খেলতে পাকিস্তানের বিমান ধরেন টাইগার ওপেনার লিটন দাস।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি শেয়ার করে বিষয়টি লিটন নিজেই জানিয়েছেন। দেশ ছাড়ার আগে নিজের জন্য ও দলের জন্য দোয়া এবং সাপোর্ট চেয়েছেন। আর দেশ ছাড়ার আগে পিএসএলে নিজ দল লাহোরকে শিরোপা জেতানোর প্রত্যয় শুনিয়েছেন রিশাদ।
অন্যদিকে টাইগার পেসার নাহিদ রানা এখনই পাকিস্তানে যাচ্ছেন না। কারণ, পুরো আসরের জন্য নাহিদ রানাকে ছাড়েনি বিসিবি। সিলেট টেস্টের পরেই তার দল পেশোয়ার জালমি তাকে পাবে।
উল্লেখ্য, টুর্নামেন্ট খেলতে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন দেশের এই তিন তারকা ক্রিকেটার। বিসিবি ছাড়পত্র দেওয়ায় খুশি ক্রিকেটাররা। পিএসএলে খেলতে যাওয়ার কারণে লিটন দাসকে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে দেখা যাবে না।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]