
প্রতিপক্ষ কোচের নাক চেপে ধরে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন ফেনারবেচের পর্তুগিজ কোচ জোসে মরিনহো। পাশাপাশি তাকে করা হয়েছে জরিমানাও।
গত ৩ এপ্রিল তুর্কি কাপের কোয়ার্টার ফাইনালে হারের পর তর্কাতর্কি শেষে মাঠেই গ্যালাতসারের কোচ ওকান বুরুকের নাক চেপে ধরেছিলেন মরিনহো। বুরুক সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। মরিনহোর শিষ্যরা তাদের বিপক্ষে ম্যাচটি হারে ২-১ গোলে।
এই ঘটনায় তদন্ত করে মরিনহোকে পরবর্তী তিন ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ত্রাবজনস্পর, সিভাস্পর ও কায়সেরিস্পর ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারবেন না তিনি। এমনকি বসতে পারবেন না বেঞ্চেও, ঢুকতে পারবেন না খেলোয়াড়দের ড্রেসিংরুমেও। এক বিবৃতিতে তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ) বিষয়টি নিশ্চিত করেছে।
নিষেধাজ্ঞার পাশাপাশি মরিনহোকে ৭ হাজার ৭৩৪ মার্কিন ডলার জরিমানা দিতে হবে, বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৯ লাখ টাকার কাছাকাছি। টিএফএফের বিবৃতিতে বলা হয়েছে, ‘মরিনহোকে তিনটি অফিসিয়াল ম্যাচের জন্য ড্রেসিংরুম এবং বেঞ্চে ঢোকার ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছে।’
মরিনহো নাক টেপার কাণ্ড ঘটিয়েছেন ‘বানর’ বিতর্কের দেড় মাস পার হওয়ার আগেই। ফেব্রুয়ারি শেষ সপ্তাহে এই গ্যালাতসারের খেলোয়াড়দের বানরের সঙ্গে তুলনা করেছিলেন তিনি। সমালোচনা করেছিলেন ম্যাচ অফিসিয়ালদেরও। ওই ঘটনায়ও মরিনহো শাস্তির মুখোমুখি হন।
‘বানর’ বিতর্ক ও ম্যাচ অফিসিয়ালদের সমালোচনা করায় টিএফএফ প্রাথমিকভাবে মরিনহোকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেয়, জরিমানা করে ১.৬ মিলিয়ন টার্কিশ লিরা (৫৩ লাখ ৩৫ হাজার টাকা) জরিমানা করে। পরে তার ক্লাবের আপিলের প্রেক্ষিতে জরিমানার পরিমাণ কমে ৫,৫৮৫০০ লিরা বা ১৮ লাখ ৬২ হাজার টাকা দাঁড়ায়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]