
উয়েফা কনফারেন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগেও কোবেনহাভনকে হারিয়েছে চেলসি। প্রথম লেগে ২-১ গোলে জয় পাওয়া চেলসি দ্বিতীয় লেগে ডেনমার্কের ক্লাবটিকে হারিয়েছে ১-০ গোলে। এজয়ের মধ্য দিয়ে কনফারেন্স লিগের শেষ আটে জায়গা করে নিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসও।
চেলসির ঘরের মাঠে খেলা হলেও ডেনমার্কের ক্লাব কোবেনহাভন দারুণ লড়াই করেছে। তবে ম্যাচের ব্যবধান গড়ে দেন কিয়েরনান ডিউসবারি-হল। ম্যাচের ৫৫তম মিনিটে গোল করে দুই লেগ মিলিয়ে চেলসির লিড আরও বাড়িয়ে দেন।
শেষ পর্যন্ত ভালো লড়াই করেও গোলের দেখা পায়নি কোবেনহাভন। ফলে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জয় নিয়ে পরের রাউন্ডে উত্তীর্ণ হয় চেলসি। এদিকে রাতের আরেক ম্যাচে বড় জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব বেতিস। ভিতোরিয়ার বিপক্ষে প্রথম লেগে ২-২ গোলে ড্র করা বেতিস বৃহস্পতিবার (১৩ মার্চ) ৪-০ গোলে জয় পেয়েছে।
কনফারেন্স লিগের শেষ আট দল চূড়ান্ত হয়েছে। শেষ আট নিশ্চিত করেছে—চেলসি, রিয়াল বেতিস, ফিওরেন্টিনা, লেগিয়া ওয়ারসজাওয়া, সেলজে, জুরগারডেন, জাগিলোনিয়া এবং এসকে র্যাপিড।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]